শায়েস্তাগঞ্জে পুরাসুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসায় তিন হাফেজকে পাগড়ি প্রদান ও সুন্নী মহাসম্মেলন সম্পন্ন
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার
পুরা সুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা তিন হাফেজকে পাগড়ি প্রদান ও ২৯ তম বার্ষিক
ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুরাসুন্দা শুকুর চাঁন বিবি সুন্নীয়া
হাফিজিয়া মাদ্রাসা দস্তারবন্দী ও হযরত নূর শাহ (রহঃ) জামে মসজিদ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও
উপজেলার নুরপুর ইউনিয়নে পুরাসুন্দা হযরত নূর শাহ (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর হইতে মধ্য রাত
পর্যন্ত ২৯ তম বার্ষিক ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে । উক্ত সুন্নী মহাসম্মেলনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিতিতে বয়ান ও পাগড়ি পরিধান করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন , সুলতামুল
মুনজিরীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাযুল ওলামা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এর চেয়ারম্যান
অধ্যক্ষ আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ বাইতুল
জামান জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আলমগীর সাঈফী। বিশেষ প্রধান বক্তা হিসেবে উপজেলার
শাহজীবাজার সুতাং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আল- ক্বাদরী ,
বিশেষ বক্তা পুরাসুন্দা হযরত নূর শাহ (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ বুরহান উদ্দিন সেলিম ,
শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা হাফেজ আব্দুল হালিম । সুন্নী মহাসম্মেলন
সভাপতিত্ব করেন সভাপতি পুরাসুন্দা এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ আব্দুল গফুর এংরাজ মিয়া , সহ-
সভাপতি আব্দুল ওয়াহাব ডাক্তার । এছাড়া ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন পুরাসুন্দা বড়বাড়ি
জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ নাসির উদ্দিন , হযরত ছালেহ জঙ্গি জামে মসজিদের খতিব হযরত
মাওলানা শীষ আলী , তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ তৌহিদুর রহমান , দক্ষিণ
পুরাসুন্দা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক (রহঃ) জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আলমগীর ,
পুরাসুন্দা উত্তরগাঁও জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আহাদ , দেওয়ান মাহবুব রাজা (রাঃ) জামে
মসজিদের খতিব হযরত মাওলানা খন্দকার রফিকুল ইসলাম প্রমূখ । শুকুর চাঁন বিবি সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা
তিন হাফেজকে পাগড়ি প্রদান এবং দোয়া ও মিলাদ মাহফিল করেন সুন্নী মহাসম্মেলনের প্রধান অতিথি । এ
সুন্নী মহাসম্মেলনে বিভিন্ন স্থান থেকে শত শত মুসল্লি , গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।