“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২০ইং আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাকিমপুর উপজেলায় বোরো ধান সংগ্রহ-২০২০ মৌসুমে সংগ্রহ কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৬ মে বেলা ১ টায় উপজেলা খাদ্য গুদামে উপজলো প্রশাসন ও হাকিমপুর খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বোরো ধান সংগ্রহ-২০২০ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইচ চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন,
উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান,
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ প্রমুখ।

২০২০ সালের বোরো মৌসুমে হাকিমপুর উপজলোয়
১৩৭৩ মেঃ টন ধান লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করে সরাসরি ক্রয় করার সীদ্ধান্ত গ্ৰহন করা হয়েছে।




error: Content is protected !!