সেনবাগে করোনায় আক্রান্ত হলেন পৌরসভার অফিস সহায়ক, মোট আক্রান্ত ১৩

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে এবার করোনয় সংক্রমিত হয়েছে সেনবাগ পৌরসভার অফিস সহায়ক (পিয়ন) জয়নাল আবদিন প্রকাশ ফকির আহম্মদ (৫০)। তিনি ঢাকায় জ্বর,শর্দি, কাশি ও গলা ব্যাথার উপসর্গ নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে মঙ্গলবার রাতে জয়লাল আবিদন প্রকাশ ফকিরের করোনা সংক্রমিত হওয়ার ওই সংবাদ সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের পৌছে। এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমান ও সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুপুর গ্রামের আটিয়া বাড়িতে গিয়ে ওই বাড়িটি চলাচলওে পথ বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষনা করে এবং ফকির আহম্মেদেকে হোম কোয়াারান্টাইনে রেখে প্রয়োজনী ওষুধ সরবরাহ করে। এই নিয়ে সেনবাগে ১৩ জন করেনায়া সংক্রমিত হলো। এরমধ্যে আলী আক্কাস নামে এক রাজমিস্ত্রী মারা গেছে।
সেনবাগে করোনয় সংক্রমিতরা হচ্ছে, সফিউর রহমান, আবু নাছের, আবু তাহের প্রকাশ ইমরান, উম্মে কুলসুম, মোঃ ইয়াছিন প্রকাশ রুবেল, রিপন, ফারুক, এনাম, খুরশিদ আলম বাবলু, সাইফুল ইসলাম ও আবুল হাশেম।




error: Content is protected !!