সৌলরী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌলরী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে হবিগঞ্জের মানবিক পুলিশ সুপার, বিপিএম,পিপিএম, মোহাম্মদ উল্লাহ’র পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন, থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম ও হবিগঞ্জ জেলা প্রসক্লাবের সভাপতি ও সাংবাদিক চৌধুরী মোঃ ফরিয়াদ। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৫ টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সৌলরী মাদ্রাসা ও এতিমখানার সুপার মোঃ আলাউদ্দিন কাঞ্চনপুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউ,পি সদস্য মোঃ হান্নান মিয়া, মোঃ হেলিম মিয়া, শেখ মিলন মিয়া ও প্রবাসী শেখ নজরুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্টানে থানার সহকারী পরিদর্শক, সহকারী উপ পরিদর্শক, স্হানীয় গণমাধ্যম কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
হবিগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার, মোহাম্মদ উল্ল্যাহ, বিপিএম, পিপিএম, মহোদয়ের পক্ষে মাদ্রাসার এতিম ৪৪ জন শিক্ষার্থীদের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।