হাটহাজারীতে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে মুজাফফরপুর হামিদীয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারীঃ
হাটহাজারীতে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ও মেখল মানবিক আইসোলেশন সেন্টার এর পক্ষ হতে পুরুষ ও মহিলা ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মুজাফফরপুর হামিদীয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় শতাধিক নারী-পুরুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয় আবুল কাশেম ফাউন্ডেশন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডাক্তার মোঃ ইমরুল কায়েস, ডাক্তার জান্নাতি তাবাসসুম সাইমা। তাদের সহযোগীতা করেন স্বাস্থ্য সহকারী মোঃ সেলিম রেজা,আলীয়া।
ফ্রি মেডিকেল ক্যাম্পের ফিতা কেটে উদ্ভোধন করেন
আবুল কাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল মানবিক আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ ব্যাবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর
আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাইয়ুম মেম্বার,সাবেক মেম্বার মোঃ বেদার,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহেদ,প্রবাসী আজিজুল হক,হাফেজ আবদুর রহিম,মোঃ মন্নান সিকদার,মোঃ রুমান চৌধুরী,ডাক্তার মারুফ,মোঃ মাসুদুর রহমান মনা,মোঃ এনাম কোম্পানি,মাহবুবুল হক,মোঃ জামাল উদ্দীন,মোঃ ইউচুপ মন্নান,মোঃ মহসিন সওদাগর,মোঃ শাহেদ আলী, এলাকার স্বেচ্ছাসেবক আবদুল মালেক,মোঃ আবু সাঈদ,মোঃ সালমান সাঈদ,মোঃ কাউছার,মোঃ ইসমাইল,মোঃ সাজেদ,মোঃ সাইফুল, মেখল মানবিক আইসোলেশন সেন্টার স্বেচ্ছাসেবক টিমদের মধ্যে মোরশেদুল আলম,মোঃ ওয়াহিদ,মোঃ জিয়াউদ্দীন বাবলু,মোঃ আরমান,মোঃইফতেখার,মোঃ রাকিব,মোঃ পারভেজ, মোঃ মুন্না,মোঃ তাহের,মোঃ
আকিব প্রমুখ।
এদিকে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম “ফ্রি চিকিৎসা” সম্পর্কে বলেন, ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার এ শ্লোগান নিয়ে আমরা মেখলে কাজ করে যাচ্ছি বিগত ২৫ দিন থেকে। এর আলোকে আমরা করোনা কালিন যেহেতু গ্রামের মানুষ ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারছে না। সে জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে রোগীর কাছে সেবা দেওয়ার জন্য গ্রামে নিয়ে এসে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার ব্যাবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, ইতিমধ্যে মেখল মানবিক আইসোলেশন সেন্টার মেখল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ৭ন০০ জন রোগীকে চিকিৎসা সেবা, ১০০ জন রোগীকে অক্সিজেন, দুইশতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ দিয়েছে।

আগামী রবিবার(১২ জুলাই) মেখল ৩ নং ওয়ার্ডস্থ উত্তর মেখল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ও মেখল মানবিক আইসোলেশন সেন্টার এর পক্ষ হতে পুরুষ ও মহিলা ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।




error: Content is protected !!