হাটহাজারীর কর্মরত সকল সংবাদ কর্মীদের নিয়ে চেয়ারম্যান সমিতির ইফতার মাহফিল

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ৮, ২০২১

হাটহাজারী প্রতিনিধি★ হাটহাজারী উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির উদ্ব্যেগে হাটহাজারীতে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে উপজেলায়( ৭ ই এপ্রিল) এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যডভোকেট মোঃ শামিম,গড়দুয়ারা ইউ,পি,র চেয়ারম্যান মোঃ সরোয়ার, ধলই ইউ,পি,র চেয়ারম্যান মোঃ আলমগীর জামান,,চিকনদন্ডি ইউ,পি,র চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও চিপাতলী ইউ,পি,র চেয়ারম্যান মোঃ নুরুল আহসান লাভু,মাদার্শা ইউ,পি র চেয়ারম্যান মন্জুর হোসেন মাসুদ,
এতে আরো উপস্তিত ছিলেন শিকারপুর ইউ,পি,র চেয়ারম্যানমোঃ রফিক,মেখল ইউ,পি,র চেয়ারম্যান মোঃ সালাউদ্দীন চৌধুরী ফরহাদাবাদ ইউ পি,র প্যনেল চেয়াম্যান মোঃ আলি আকবর ও সাংবাদিকদের মধ্যে বত্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব এর সভাপতি কেশব বুড়ুয়া, সাধারন সম্পাদক মোঃ মনসুর আলী ও সাংবাদিক মোঃ আলি প্রমুখ।




error: Content is protected !!