হিলি স্থলবন্দরে পিঁয়াজ আমদানি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলেন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের সদস্য

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
হিলি স্থলবন্দরে পিঁয়াজ আমদানি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলেন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের সদস্য।

রবিবার বৈকাল ৫ টায় পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সভাকক্ষে হাকিমপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার পরিমল সরকারের সভাপতিত্বে বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের সদস্য যুগ্ম সচিব শাহ্ মোঃ আবু রায়হান আলবেরুনী স্থলবন্দরের আমদানিকারক এবং সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে পিঁয়াজ আমদানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় আমদানিকারকদের কাছে পিঁয়াজ আমদানিতে কোন প্রকার সমস্যা হচ্ছে কি না এবং বর্তমানে ভারতের কোন কোন প্রদেশের পিঁয়াজ আসছে জানতে চান। এছাড়াও ব্যবসায়ীদের কাছে আরোও জানতে চান পন্য খালাস করতে এবং বাজারজাত করতে কোন বেগ পেতে হচ্ছে কি না। ব্যবসায়ীরা জানান গত বছরের আগষ্ট মাসের তুলনায় এ বছর সরকার পিঁয়াজের উপর ৫% করারোপ করলেও আগের চেয়ে আমদানি বেড়েছে এবং বাজার দর সহনীয় পর্যায়ে আছে।

তিনি জানান, দেশে পিঁয়াজের পর্যাপ্ত উৎপাদন হয়েছে সংকিত হওয়ার কিছু নেই। সরকার নিয়মিত বাজার পর্যবেক্ষন করছে। এ ছাড়া প্রয়োজনে আমাদের বন্ধু রাষ্ট্র মিশর, তুরস্ক ও থাইল্যান্ড থেকে পিঁয়াজ আমদানির চিন্তা ভাবনা করা হচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিলি কাষ্টমসের উপ কমিশনার সাইদুল আলম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আমদানি-রপ্তানিকারক গ্ৰুপের সহ-সভাপতি মামুনুর রশিদ লেবু, বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট, বাবলুর রহমান, সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক হায়দার আলী, স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি শেখ রাসেল প্রমুখ।




error: Content is protected !!