হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও হরতালের প্রভাবে দুরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লার যান বাহন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার সকাল  ১১ টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। হিলি বন্দরের পানামা পোর্ট কর্তৃপক্ষ জানায়,হিলি শুল্ক স্টেশনের সকল বিভাগ ও বন্দরের সকল কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে পণ্য ওঠানামা ও পণ্য সরবরাহ কার্যক্রম সচল রয়েছে। তবে বাংলাদেশী ট্রাক পণ্য নিয়ে বন্দরে ভিতরে ও বাহিরে গোডাউনগুলোতে লোড-আনলোড চলছে। বাংলাদেশি ট্রাকগুলো পণ্য নিয়ে দেশের বিভিন্নস্থানে যাচ্ছেনা।
সরকারি ও বেসরকারি অফিস-সহ দোকানপাট খুলেছে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল অটো ভ্যানে মানুষের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট এর ওসি শেখ আশরাফুল জানান,ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক  রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, হরতালে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে স্থলবন্দর এলাকাসহ বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। ##
বিএনপির-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হিলিতে আওয়ামীলীগের শান্তি সমাবশে
রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপির-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদের দিনাজপুরের হিলিতে শান্তি সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোহী সংগঠন।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন-উর-রশিদ হারুন,সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত,সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, বোয়ালদাড় ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন,সাধারণ সম্পাদক তারিকুল সরকার,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম,ছাত্রলীগ নেতা মোস্তাকিমসহ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অংগ্রহন করেন।



error: Content is protected !!