হিলি স্থল বন্দর দিয়ে অনিদিষ্ট কালের জন্য পন্য রপ্তানি বন্ধের ঘোষনা দিল ভারতের ব্যবসায়ীরা
আসলাম উদ্দিন
দিনাজপুর প্রতিনিধি ঃ
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আগামী ৯জুন হতে অনিদিষ্ট কালের জন্য সব ধরনের পন্য রপ্তানি বন্ধের ঘোষনা দিয়ে পত্র পাঠিয়েছেন ভারতীয় এক্মপোর্ট এ্যান্ড ইমপোট ক্লিয়ারিং এসোসিয়েশনের সভাপতি।
করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টশন দেশে ধরা পরার পর হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা ভারত হতে আগত সকল ট্রাক ড্রাইভার ও হেলপার দের করোনা টিকা দেওয়া ওকরোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশে প্রবেশের দাবী করে আসছিলেন বাংলাদেশ।
সেই পরিপেক্ষীতে
পত্রের মাধ্যমে এ ঘোষনা দেন ভারতের ব্যবসায়ী সংগঠন টি
এবিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও হিলিস্থল বন্দর আমদানী রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন ভারতীয় ব্যবসায়ী সংগঠনের সভাপতি বলেন ট্রাক ড্রাইভার হেলপার দের টিকা দেওয়া সম্ভব নয় কারন দেশে টিকার সংকট রয়েছে আগেকার নিয়মে বন্দরে পন্য আমদানী রপ্তানি চালু রাখতে হবে।
অন্যান্য স্থল বন্দরের নিয়মে হিলি স্থল বন্দর চালু রাখতে হবে।
তবে দু দেশের ব্যবসায়ীদের সমঝোতার মধ্যে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালাতে হবে কোন দেশ
একক সিদ্ধান্ত গ্রহন করতে পারবেনা।