ক্ষেতে-খামারে কৃষিকাজে সময় কাটাচ্ছেন ৯০ দশকের নায়ক নাইম।

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

আলামিন খান, টাঙ্গাইল প্রতিনিধি ।

টাঙ্গাইলের করটিয়ার ছেলে নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নাঈম। ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। একই ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শানবাজ। সে সময়ের তুমুল জনপ্রিয় জুটি তারা। সিনেমার জুটি থেকেই জীবনের জুটি হয়ে শুরু করেন সংসার। এখন দুই সন্তানের বাবা-মা এ দম্পতি।
মিডিয়ায় এখন একেবারেই অনুপস্থিত নাঈম।পৈতৃক ব্যবসা নিয়েই ব্যস্ততা তার। নাঈম মায়ের সূত্রে টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।
এবার তাকে দেখা গেলো ক্ষেতে-খামারে কৃষিকাজে। সম্প্রতি নিজের ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করেন নাঈম। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে নাঈম কৃষিকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে নাঈম কৃষিকাজে প্রয়োজনে নিজেই ক্ষেতে নেমে যাচ্ছেন। নিড়ানি দিচ্ছেন। কখনওবা দাঁড়িয়ে তদারকি করছেন। আবার মাছচাষ করছেন, পোনা ছেড়ে দিচ্ছেন, আবার তাজা কই ঝাঁকে ঝাঁকে পুকুর থেকে ধরছেন। বোঝাই যায় এমন জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক। ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। তিনি তাঁর অভিনীত প্রায় সব চলচ্চিত্রে, তার স্ত্রী শাবনাজের সাথে অভিনয় করেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। একথার প্রশ্নের উত্তরে সংবাদকর্মী আলামিন নায়ক নাইমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বয়স হয়েছে এখন নিজ গ্রামেই জমি দেখভাল করবো, গ্রামই আমার সব কিছু।




error: Content is protected !!