হিলি স্থল বন্দর দিয়ে সীমিত পরিসরে চালু রয়েছে আমদানী রপ্তানি কার্যক্রম
আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর হিলিতে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রয়েছে।আগে যেখানে ৩/৪শত ট্রাক বন্দরে প্রবেশ করতো এখন সেখানে আমদানি কারকদের সিদ্ধান্ত মোতাবেক ৭০/৮০টি করে ট্রাক দেশে স্বাস্থ্য বিধি মেনে প্রবেশ করছে।বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস ডিপুটি কমিশনার তোফাজ্জল হোসেন।দেশে ভারতী করোনা ভ্যারিয়েন্টেশন ধরা পরার পর হিলি স্থল বন্দর ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা ওক পৌর্ট শ্রমিকেরা আতঙ্কের মধ্যে রয়েছে যেহেতু প্রতিদিন ভারত হতে ট্রাক ড্রাইভার হেলপার দেশে প্রবেশ করছে।সেসব কথা চিন্তাকরে ব্যবসায়ীরা সীমিত আকারে বন্দরে আমদানী চালু রেখেছেন।কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে বন্দরের কার্যক্রম চলছে।