আসলাম পারভেজ চট্টগ্রাম
সুন্নাত ওয়াল জামাআত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২১তম জসনে জুলুছ রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্টিত হয়েছে।জুলুছের উদ্বোধণ করেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর বাবুল।বিশাল এ জুলুছের নেতৃত্ত দেন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে দীর্ঘ ৮ কিঃ মিঃ জুড়ে জুলুছটি আমিরহাট মুহাম্মদিয়া পার্কে ওয়াজ,বক্তব্য,মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।জগন্নাত হাট বাজারে জুলুছ পৌঁছলে সেখানে মুঠোফোনে বক্তব্য দেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।নারায়ে তাকবির,আল্লাহু আকবর,নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ(স.),নারায়ে গাউছ,এয়া গাউছুল আযম দস্তগীর,সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী(স.)স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা।জাতীয় পতাকা ও কালেমা,দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে আগাতে থাকে জুলুছের রেলী।জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্জ সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্তে এবং সচিব আলহাজ্ব মাহবুবুল আলম ও সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বির যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলুছ কমিটির যুগ্ন আহবায়ক এস এম বাবর।তকরির করেন আহলে সুন্নাতের জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী(মা.জি.আ)।বক্তব্য রাখেন আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী,অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব ফারুকী,আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,আল্লামা শামসুল আলম নঈমি,আল্লামা ফারুক আজম হাকিমি,আল্লামা জসিম উদ্দিন আবেদী,আল্লামা মনসুর উদ্দিন নিজামি,মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান,মাওলানা নুরুল ইসলাম রেযভী,সাংবাদিক এম বেলাল উদ্দিন,আল্লামা নুরুল আবছার রেযভী,মাওলানা দিদার কাদেরী।উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মেম্বার, আল্লামা সোলায়মান মকবুলী,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,আল্লামা রফিকুল ইসলাম রেযভী,আলহাজ্ব কামাল উদ্দিন,মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর,মাওলানা কাজী হাবিবুল ইসলাম,মাওলানা জাফর আলম নুরী,আলহাজ্জ সোলায়মান চৌধুরী,সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান,সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন,মাওলানা আহমদ হোসেন রেযভী,মাওলানা নাসির উদ্দিন,মাওলানা ছালামত রেযা কাদেরী,আলহাজ্ব মুহাম্মদ ইউনুচ,মুহাম্মদ মমতাজ উদ্দিন,সৈয়দ মুহাম্মদ কপিল উদ্দিন,মাওলানা তাজ মুহাম্মদ রেজভী,মাওলানা মোজাম্মেল হোসাইন,মুহাম্মদ জাবেদ প্রমুখ।এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।বক্তারা কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।