পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুররে কাউখালীর কেন্দ্রীয় শ্রীগুরু আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসব ও মেলার গতকাল বুধবার মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। করোনা মহামারীর কারনে পর পর দুই বছর ঘরোয়া অনুষ্ঠানের পর এবারে সবচেয়ে স্মরনকালে ভক্তের আগমন ঘটেছিল বলে জানান পুজা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়। সরস্বতী মহারাজ জানান সদগুরু শ্রীমদ দুগার্প্রসন্ন পরমাংস দেব এর ১৩০ তম অবিভার্ব উৎসব উপলক্ষ্যে প্রতিবছর এ রাস মেলা ও ৩২ প্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল গীতা পাঠ, শোভা যাত্রা, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, হাসপাতালে উন্নত খাবার বিরতণ, বিনামূলে চিকিৎসা সহ ধমর্ীয় আচার অনুষ্ঠান।