শায়েস্তাগঞ্জে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক- কর্মচারী প্রনোদনা পেল
শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জ উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও ১০৭জন শিক্ষক ও কর্মচারি করোনাকালীন প্রনোদনা পেল।
জানাযায় বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক ও কর্মচারীর হাতে প্রনোদনার ৪ লাখ ৫৫ হাজার টাকার চেক তুলে দেন শাযেস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার।
এর মধ্যে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুরচান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়সহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক ও কর্মচারীরা এ প্রনোদনা পেয়েছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন করোনায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খুব কষ্টে দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রনোদনা ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন কে প্রনোদনার টাকার চেক বন্টন করেছি।