যশোরে মানবতার ডাকে সাড়া দিয়ে মৃত হিন্দু ব্যাক্তির সৎকার করেন তাকওয়া ফাউন্ডেশন

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

আবদুল্লাহ আল মামুন;

যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবাকর্মী দেবেন্দ্রনাথ ঘোষাল
করোনা উপসর্গ নিয়ে ২৫জুলাই ইন্তেকাল করে।
করোনা হয়ে মারা গেছে এই ভীতির কারনে লাশ পড়ে থাকে বিকাল পর্যন্ত ।

মনিরামপুর করোনায় দাফন কাফন টিম তাকওয়া ফাউন্ডেশন সম্পর্কে সাবাই অবগত আছেন

সর্বশেষ বিকালে মেরিত দেবেন্দ্রনাথ ঘোষাল এর ভাইপো গোপালপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কাঞ্চন ঘোষাল তাকওয়া টিমের সহযোগিতা চাইলেন।

ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর কাছে জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা জানায়,

লোকটির অনেকদিন শারীরিকভাবে অসুস্থ, এবং জ্বর ছিল ,হঠাৎ আজকে মারা যায়, তাই করোনার ভয়ে তার দেহ সৎকারে কেউ আসছে না।

তাকওয়া ফাউন্ডেশনের যশোর টিমের কেন্দ্রীয় সমন্বয়ক নাসিম খান জানান, আমাদের কাছে খবর আসে, মৃতদেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসছে না।

তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা টিমের সদস্যরা ধর্ম ভেদাভেদ ভুলে মানবতার ডাকে সাড়া দিয়ে হিন্দু রীতির প্রতি সম্মান রেখে মৃতদেহ গোসল শেষে সাতগাতি মহাশ্মশানে পৌঁছে দেই।

সৎকার সহযোগিতায় অংশগ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন এর নাসিম খান,আশরাফ ইয়াসিন, মো: ইউসুফ আলী, মাহমুদুল হাসান, আবুল কালাম আজাদ, তাহমিদ খান, আতাউল্লাহ ও কাজী সবুজ।
এছাড়াও তাকওয়া টিমের সদস্যরা জানান, করোনা উপসর্গ বা করোনা নিয়ে মৃতের সংবাদ দিলে তারা ধর্মীয় নিয়ম রীতি মেনেই দাফন কার্য সম্পন্ন করবে।

এবং তাকওয়া ফাউন্ডেশনের আশরাফ ইয়াছিন আরো জানান তারা মৃতের কাফন দাফনের জন্য কোন প্রকার খরচ গ্রহণ করে না।




error: Content is protected !!