কলাপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলার ৮ম  বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কলাপাড়ায় জাতীয় বিজ্ঞান মেলার ৮ম  বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী  বিজ্ঞান মেলা-২০২৩-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ জানুয়ারী শেষ বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় স্কুল পর্যায় ১ম স্থান অর্জন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান অর্জন করেন পাখি মারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয, তৃতীয় স্থান অর্জন করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় । কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, ২য় স্থান অর্জন করেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ, ৩য় স্থান অর্জন করেন খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো  জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কাসেম আলী খান রেসিডেন্টসিয়াাল স্কুলের প্রধান শিক্ষক মো আব্দুল হাফিজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স  ইউনিটির সাধারণ সম্পাদক মো ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ। মেলায় মোট ১০টি স্টল অংশ গ্রহন করে, এ বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছেরর ২০২৪ সালের ২৮-২৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

error: Content is protected !!