ঈদের ছুটি শেষে হিলি স্হলবন্দরে আজ থেকে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ

পবিত্র ঈদুল আযহার টানা ৫ বন্ধ থাকার পর, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি গত ৩১ জুলাই থেকে আমদানি-রফতানি বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিলেন ।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার পর্যন্ত একটানা ৫দিন এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত হয়। আজ বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি শুরু হচ্ছে ভারত – বাংলাদেশের আমদানি-রফতানি কার্যক্রম। তিনি বলেন, খুব অল্প সময়ের মধো হিলি স্হলবন্দরে আগের মতোই কর্ম চঞ্চলতা ফিরে আসবে বলে আমরা আশাবাদী।




error: Content is protected !!