কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠান পালন ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় ধর্মীয় ঠাকুরকে নগদ টাকা,
আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী দেয়ার মধ্য দিয়ে শুরু
হয়েছে বৌদ্ধধর্মবালম্বীদের কঠিন চিবরদান উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের
মধ্য দিয়ে সোমবার দুপুরে শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বরগুনা, তালতলী, কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের সহ¯্রাধিক
রাখাইন নর-নারী অংশগ্রহন করে।
প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রামের উ কুইন্দা মহাথেরো
সংঘরাজ। প্রধান অতিথি ছিলেন বুদ্ধরক্ষিত কুয়াকাটার মহাথেরো বারত।
প্রার্থনা অনুষ্ঠান শেষে রাখাইনরা তাদের ধর্মীয় সাতজন ঠাকুরকে পোশাক
উপহার দেন। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরনে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন,
সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।