জবেহকৃত কুরবানী পশুর চামড়ার নিয়মাবলী

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

মাওলানা মুফতি রুহুল আমিনঃ

মহান আল্লাহ তায়ালা তার কালামে পাকে ঘোষণা করেছেন, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যে ব্যাক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার উপর শরীয়তের প্রতিটি নিয়মাবলি মেনে চলা অত্যাবশ্যক। তার মধ্যে অন্যতম একটি নিয়ম কিংবা বিধান হল ঈদুল আজহাতে সার্মথবান ব্যাক্তি কুরবানির পশু জবেহ করা। কুরবানির পশু জবেহ করার পর তার চামড়ার কি বিধান রয়েছে সে বিষয়ে আজ আমরা অবগত হব। নিম্নে তা তুলে ধরা হল।
১. কুরবানীর চামড়া বিক্রি না করে পরিশোধন করে নিজে ব্যবহার করা যায়। কুরবানীর চামড়া কুরবানী দাতার জন্য বিক্রি না করা উত্তম। এতদসত্ত্বেও কেউ বিক্রি করলে বিক্রয় মূল্য সদকা করে দেয়া ওয়াজিব। যাদেরকে যাকাত দেয়া জায়িয তারাই এর উপযুক্ত পাত্র। যাদেরকে যাকাত দেয়া জায়িয নেই তাদেরকে কুরবানীর চামড়ার মূল্য দেওয়াও জায়িয নেই। (হিদায়া:৪/৪৫০)

২. কুরবানীর চামড়ার ব্যাপারে উত্তম পন্থা হল: তা গরীব আত্মীয়-স্বজন বা দীনী শিক্ষায় অধ্যয়নরত গরীব ও এতীম ছাত্রদেরকে সরাসরি দান করে দেয়া। তালিবে ইলমদের দান করলে একদিকে যেমন দান করার সওয়াব পাওয়া যায়, অপরদিকে ইলমে দীন চর্চার মহান কাজে সহযোগিতাও করা হয় এবং এতে সদকায়ে জারিয়ারও সওয়াব পাওয়া যায়। কুরবানীর চামড়া কোনো দীনী প্রতিষ্ঠানের গরীব ছাত্রদের দান করে প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি করানো উত্তম। কেননা এতে অধিক মূল্য অর্জিত হয়ে গরীবের বেশী উপকার হয় এবং দাতার সওয়াবও বেশী হয়। (জাওয়াহিরুল ফিকহ:১/৪৫৬)

৩. কুরবানীর গোশত বা অন্য অংশের বিনিময়ে, অনুরূপভাবে চামড়া বা চামড়া বিক্রিত টাকা দ্বারা যবাই করানো বা গোশত কাটানোর পারিশ্রমিক দেয়া জায়িয নেই। দিলে তার উপযুক্ত মূল্য সদকা করা ওয়াজিব। (শামী:৬/৩২০, ফাতহুল কাদীর ৮/৪৩৭)
যদি কোনো কারণে কুরবানীর দিনগুলোতে কুরবানী করা সম্ভব না হয় তাহলে কুরবানীর পশুর মূল্য গরীবদের মাঝে সদকা করে দেওয়া জরুরী। (শামী-৬/৩২০)

৪. কুরবানীর গোশত, চামড়া বা চামড়ার মূল্য ইমাম, মুআযযিন, মাদরাসার শিক্ষক বা অন্য কাউকে পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না। তেমনিভাবে মসজিদ মাদরাসার নির্মাণ কাজেও লাগানো যাবে না। (শামী: ৬/৩২৮, ফাতহুল কাদীর:৮/৪৩৭)।
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিকভাবে তা মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

(মুহাদ্দিস জামিয়াতুস সুন্নাহ, তাড়াইল, কিশোরগঞ্জ)




error: Content is protected !!