ফান্দাউক দরবার শরীফের মরহুম শাহ সুুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) এর সহধর্মনী সৈয়দা জাকিয়া সুলতানা জানাযা নামাজে লাখো মুসল্লীর ঢল\ শোক
ফান্দাউক দরবার শরীফের মরহুম শাহ সুুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) এর সহধর্মনী সৈয়দা জাকিয়া সুলতানা জানাযা নামাজে লাখো মুসল্লীর ঢল\ শোক
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মরহুম পীরে কামেল মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম আলকাদরী চিশতী নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) এর সহধর্মিনী সৈয়দা জাকিয়া সুলতানা জানাযা নামাজে লাখো মুসল্লির ঢল ও দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রবিবার ভোর ৫টায় ফান্দাউক নিজ হাবেলীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি ৪ ছেলে, ৩ কন্যা, নাত-নাতনী, অসংখ্য আত্মীয় স্বজন সহ লক্ষাধিক ভক্ত বৃন্দ রেখে গেছেন। মরহুমার চার পুত্র শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন, শাহ সূফি হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমেদ,. সৈয়দ আবু বকর সিদ্দিক, সৈয়দ বাকের মোস্তাফা ফান্দাউক হাবেলীতে বসবাস করছেন । মরহুম পীর কামেল মোকাম্মেল হযরত শাহ সূফি আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) ২০০৮ সালে ২৬ শে ফেব্রুয়ারী ইন্তেকাল এর পর ফান্দাউক দরবার শরীফের গদ্দীনশীনের দায়িত্ব হযরত অর্পিত হয়। তাঁরই বড় ছাহেব জাদা শাহ সূফি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন এর নেতৃত্বে ফান্দাউক দরবার শরীফে পরিচালিত হচ্ছে। সৈয়দ জাকিয়া সুলতানা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও ফান্দাউক দরবার শরীফের ভক্ত বৃন্দদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং এক নজর মরহুমার দেখার জন্য কান্নায় ফান্দাউক হাবেলীতে মানুষের ভীর জমে। রাত ১০ টায় ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সকল ধর্মপ্রাণ মুসল্লি ও লাখো ভক্ত বৃন্দদের জানাযা নামাজে সমাগম ঘটে। জানাযা নামাজ পড়ান মরহুমার বড় ছাহেব জাদা শাহসূফি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন ও দোয়া পরিচালনা করেন মরহুমার পুত্র শাহসূফি হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমেদ। জানাযা নামাজ শেষে ফান্দাউক দরবার শরীফে মরহুমা কে দাফন করা হয়। মরহুমা স্বামী উচ্চ স্তরের সুস্পষ্ট দশরী তাপস, ছিলেন আধ্যাত্মিক সাধনা ছিল যেমন কঠিন তেমন বিস্ময়কর, বীর সেনানী, নির্বিক অতুলনীয় ব্যক্তিত্ব ও আলোকিত মানুষ। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিপাহসার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) ফাউন্ডেশন এর কেন্দ্রিয় সভাপতি ও সাবেক বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন, হাই কোর্ট সাবেক অপরাধ ট্রাই ব্যুনাল ক্রাইম প্রসিকিউটর ব্যারিষ্টার ও এডভোকেট সৈয়দ সায়দুল হক সুমন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও হাই কোর্টের্র খতিব আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক মাধবপুর উপজেলা পরিষদের বারবার নিবার্চিত চেয়ারম্যান ও জননন্দিত নেতা সামাজসেবক সৈয়দ মোঃ শাজাহান, শায়েস্থাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইসচেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ, সিপাহসাহ হযরত সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ও মুড়ার বন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী শফিক আহমেদ, মুড়ার বন্দ দরবার শরীফ জামে মসজিদেরখতিব মাওলানা নিয়ামত আলী, শায়েস্তাগঞ্জ ইউনিলার ডিস্টিবিউটর ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃসারোয়ার আলম শাকিল, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শিক্ষক মীর ইখলাছুর রহমান, আলী হায়দার সেলিম, শোক প্রকাশকারীরা বলেন ফান্দাউক বাসী এক গর্বিত নারীকে হারাল এবং তিনি ছিলেন সাদা মনের নারী ও ধার্মিক মহিলা। তাই এ ক্ষতি অপুরনীয়। মরহুমার বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং পরিবারের সকল সদস্যদের প্রত গভীর সমবেদা জ্ঞাপন করেন।