শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিপুলসংখ্যক মানুষ ভিড় জমিয়েছে। বিপুলসংখ্যক ক্রেতার আগমনে বিক্রেতাদের ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। বাড়তি ভিড়ের কারণে অনেক স্টলের ভেতরে প্রবেশ করতে পারছে না ক্রেতারা।
আজ শুক্রবার সকালে মেলা খোলার আগেই হাজার হাজার ক্রেতা-দর্শনার্থীর ভিড় জমায় মেলার ফটকে। এরপর নির্ধারিত সময় সকাল ১০টায় টিকিট কাউন্টার উন্মুক্ত করে দিলে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করায় বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে জমে ওঠে বেচাকেনা।
আজ বাবা-মা কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে ঘুরতে দেখা গেছে বিপুলসংখ্যক শিশুদেরও। মেলার ভেতরে তৈরি অস্থায়ী শিশু পার্কগুলোর বিভিন্ন রাইডে ভিড় জমাতে দেখা যায় শিশুদের। এছাড়া বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নেও শিশুদের নিয়ে প্রবেশ করেন অভিভাবকরা। তবে বাড়তি ভিড়ের কারণে শিশুদের বিভিন্ন স্টলে প্রবেশ করতে অসুবিধা হয়।
বিভিন্ন স্টলে ছাড় বা বিভিন্ন রকম অফার দেওয়ায় স্টল ও প্যাভিলিয়নগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়।