শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ১৮ তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল
সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলার পৌরশহরে দাউদনগর বাজার জামে মসজিদ
প্রাঙ্গনে বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবারো বি- বাড়িয়া জেলার নাছিরনগর
উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দদের আয়োজনে এবং উপজেলার
সকল বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৮ তম
বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত ইছালে সাওয়াব মাহফিল দাউদনগর বাজার
এলাকার আশেকান ভক্ত মোঃ রঙ্গু মিয়া তত্বাবধানে এবং দাউদ নগর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন
হাফেজ জুনাইদ আহমেদ এর পরিচালনায় সিপাহসালার (মাদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) এর
উত্তরসূরী আওলাদের রাসুল ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেল মোকাম্মেল আলহাজ্ব
হযরত শাহ সূফী সৈয়দ ছাত্তার নকশে বন্দি মোজাদ্দেদী ফান্দাউকী ( রহঃ) ও পীরে কামেল মোকাম্মেল হযরত
শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল- কাদরী , নকশে বন্দি মোজাদ্দেদী ফান্দাউকী ( রহঃ)
দ্বয়ের শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার জামে মসজিদের সভাপতি মোঃ করম আলী ও সাধারণ সম্পাদক মোঃ
আব্দুর রহমান ১৮ তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল সহ-সভাপতিত্বে ওয়াজ মাহফিল করেন – ফান্দাউক
দরবার শরীফের হযরত মাওলানা পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ , মাধবপুর উপজেলার
জগদীশপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ সূফী আহমদ খাঁন , দাউদনগর বাজার
জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আব্দুল ওয়াদুদ ছিদ্দিকী প্রমূখ । ইছালে সাওয়াব মাহফিলে
ঐতিহ্য বাহী ফান্দাউক দরবার শরীফের গদ্দিনিশিন পীর নকশে বন্দি আলহাজ্ব মাওলানা মুফতি শাহসূফী
সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী সাহেব বলেছেন , নারী-পুরুষ সকলের উপরেই মহান আল্লাহ
পর্দায় ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহর এই হুকুম পালন না করে মনগড়া ভাবে জিন্দেগী পরিচালনা
করলে কেউই নাজাত পাবে না। পরকালে নাজাত ও মুক্তি পেতে হলে আল্লাহর হুকুম ও নবীজীর সুন্নাহ ভিওিক
জীবন গঠন করতে হবে । তিনি আরো বলেন , আমাদের সন্তানদের উত্তম চরিত্র বান ও সুনাগরিক হিসেবে
গড়ে তুলতে হলে দ্বীন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে । কোরআন শিক্ষার প্রতি মুসলমানদের ছেলে –
মেয়েদের মনোযোগী করতে পিতা-মাতা সহ অভিভাবকদের দায়িত্ব – কর্তব্য যথাযথ ভাবে পালন এবং অগ্রণী
ভূমিকা রাখতে হবে বলে মাহফিল সভায় সভাপতি ও প্রধান অতিথি এ কথা গুলো বলেন । পরে ইছালে
সাওয়াব মাহফিলে হাজারো মুসল্লি ও আশেকান ভক্ত বৃন্দদের অংশ গ্রহনে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের
ঐক্য , শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী সকলের প্রতি এবং খবরবাসী মুদ্রাদের শান্তি ও রহমত কামনা করে সর্ব
শক্তিমান আল্লাহর নিকট অশ্রু সিক্ত নয়নে আমিন ধ্বনিতে মুখরিত হয়ে মোনাজাত করেন গদ্দিনিশিন নকশে
বন্দি মোজাদ্দেদী পীর সাহেব ফান্দাউকী।