সেনবাগে করোনায় মারা গেলেন বিএনপি নেতা ইউসুফ কমিশনার

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ইউসুফ। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন। বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এরআগে গত ১০ দিন আগে করোনা আক্রান্ত হলে প্রথমে বাড়িতে ও পরে শ্বাসকষ্ট দেখা দিলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করানো হয় , অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যু বরন করেন।জনাব ইউসুফ সেনবাগ পৌর সভার প্রথম ও দ্বিতীয় নির্বাচনে পর পর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
তার মৃত্যুতে সেনবাগে শোকের ছায়া নেমে আসে।
বুধবার রাত ৯ টায় সেনবাগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক মাস্টার আবদুল হান্নান লিটন, সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম,সেনবাগ প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর খোরশেদ আলম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।




error: Content is protected !!