হিলিতে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
রবিউল ইসলাম সুইট, হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিকতা,এক সূত্রে গাঁথা এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দুইদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের হলরুমে এই মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা একাডেমি সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবারের মেলায় মোট ১৭টি স্টলে বিভিন্ন উদ্ভাবন নিয়ে বসেছেন শিক্ষার্থীরা।



error: Content is protected !!