৪টা মে ইতালির লকডাউন শিথিল হতে যাচ্ছে

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

ইটালি থেকে আবুল কালাম : দুই মাস মৃত্যুর মিছিলে ছুটে চলা ইতালিতে এখনো গড়ে প্রতিদিন ৪০০+ মৃত্যু, তবুও আগামী ৪ঠা মে থেকে দেশটি লক ডাউন কিছুটা শিথিল করতে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে করোনা জনিত কারণে আটকে গেছেন এবং দ্রুত ইতালীতে ফিরতে হবে তাদের কে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসে যোগাযোগ করতে বলা হচ্ছে। আজ ইতালির ৭৫ তম লিবারেশন ডে, এই উপলক্ষে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের কৃষি সহ আরো বেশ কিছু ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বৈধতা প্রদানের জন্য ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা করোনা ভাইরাসের কারনে দেশে টাকা পাটানোত দুরের কথা নিজেদের খরচ চালিয়ে খাবার জোগার করাই কষ্টকর হয়ে পরছিল। মানবতার দেশ ইতালির লকডাউন শিতিল হলে বাংলাদেশের রেমিটেন্সের পালে হাওয়া লাগতে পারে।




error: Content is protected !!