আজ সোমবার ১৮ই মে থেকে আয়ারল্যান্ড এ শিথিল হচ্ছে লকডাউন।

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

আজ সোমবার বার থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে আইরিশ সরকার।
তবে সকলকেই সামাজিক দুরত্ব বজায় রেখে ছলাচল করার অনুরুধ করা হয়েছে। প্রায় এক লক্ষ লোক আজ থেকে কাজে যোগদান করবে বলে জানা গেছে।
তবে গুরুত্ব পূর্ণ কাজ ছাড়া সকলকেই বের হতে নিষেধ করা হয়েছে।
বের হইলেও সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
এভাবে পাঁচটি ধাপে লকডাউন উটিয়ে নেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়। তবে এখনো খুলছে না কোন স্কুল কলেজ ও বার ও রেষ্টুরেন্ট। রেষ্টুরেন্ট গুলাতে শুধু ডেলিভারি ও টেইকওয়ে খোলা তাকলে কোন সমস্যা নেই।
করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রনে রাখতে সকলের প্রতি সরকারের নির্দেষ মেনে চলতে আহবান করা হয়। জন সমাগম হতে হতে পারে সকল জায়গায় আইরিশ পুলিশ (গারদা) চেকপোষ্টের মাধ্যমে তদারকি করবে বলে জানানো হয়।
আয়ারল্যান্ডে কোভিড ১৯ এর প্রকোপ অনেকটাই আগের চেয়ে প্রায় ৮০% কমে আসছে।
পরবর্তি নির্দেষ দেওয়া পর্যন্ত সকলেই ধর্য্য ধারন করার আহবান করেছেন প্রধানমন্ত্রী লিও ভারাদকার।




error: Content is protected !!