আমেরিকা কি আগাম হামলা চালাবে রাশিয়ায়

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২
উমার রাযী, আন্তর্জাতিক ডেস্ক-
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না বলে বারবার বলে আসছে আমেরিকা। গতকাল শনিবারও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর জন্য আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, রাশিয়া যাতে পরমাণু অস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা করতে না পার সেজন্য রাশিয়ার পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো উচিত।
তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একথা স্পষ্ট করেছে যে, ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে যাবে না ওয়াশিংটন।



error: Content is protected !!