আয়ারল্যান্ডে বার্ড ফ্লু’র কারণে ডিমের যোগানে ঘটতি পড়েছে,সংকট মোকাবিলায় আমদানির উদ্যোগ

আব্দুল হান্নান জুন্নুন আয়ারল্যান্ড থেকেঃ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবে আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতিতে ডিমের যোগানে ঘটতি পড়েছে। অর্ধ মিলিয়ন ডিমপাড়া মূরগী পুড়িয়ে ফেলা হয়েছে। কাউন্টি মোনাহানের ফার্মগুলোতে প্রথমে এই ফ্লু ধরা পড়ে।
কাউন্টি মোনাহান মোট যোগানের ১০ ভাগ ডিম সরবরাহ করে থাকে।
এই পরিস্থিতি মোকাবেলায় আইরিশ সরকার বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছেন।