আয়ারল্যান্ডে লকডাউনের সময়সীমা ১৮ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে, আইরিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, মে ২, ২০২০

আব্দুল হান্নান জুন্নুন, আয়ারল্যান্ড থেকেঃ প্রধানমন্ত্রী লিও ভারাতকারের উপস্থিতিতে আয়ারল্যান্ডের চলমান লকডাউন নিয়ে আলোচনা করার জন্য এক জরুরি সভায় আয়োজন করা হয়। উক্ত সবায় সর্বসম্মতিক্রমে আগামী ১৮ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে।সর্বসাধারণের চলাচল কিছুটা শিথিল করা হয়েছে, আগে যেখানে জরুরী প্রয়োজনে ২ কিলোমিটার ভ্রমণ করার অনুমতি ছিল এখন তা ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।নির্মানকর্মি ও বাগানের কর্মিরা আগামী দুই সপ্তাহের ভিতরে কাজে যোগদান করতে পারবেন।বিভিন্ন খুচরা জিনিস ও যন্ত্রাংশের দোকান খোলে দেয়া হবে, যেমন হার্ডওয়্যার, গার্ডেন সেন্টার,ফিটনেস ট্রেনিং সেন্টার ইত্যাদি।লকডাউন শিথিলিকরণে প্রথম ধাপ হিসেবে এগুলো খোলে দেয়া হয়েছে পরবর্তী ধাপে রেস্টুরেন্টে বার,ক্যাফে ইত্যাদি খোলে দেয়া হবে।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আসছে নতুন শিক্ষাবর্ষে (সেপ্টেম্বর) খোলে দেয়া হবে,লিভিং সার্টিফিকেট পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন ভাইরাসের ক্ষমতা খর্ব করার জন্য আমাদের আরও ২ সপ্তাহ কড়া লকডাউনের মধ্য দিয়ে যেতে হবে। তিনি সকলের প্রতি বিনীতভাবে অনুরুধ জানান নিজের ও পরিবাবরের সুরক্ষার জন্য সকলকে সরকারের বিধিনিষেধ মেনে চলার জন্য।




error: Content is protected !!