আব্দুল হান্নান জুন্নুন, আয়ারল্যন্ড প্রতিনিধিঃ গোটা ইউরোপ সহ আয়ারল্যান্ডে পবিত্র রোজা শুরু হচ্ছে ২৪ এপ্রিল শুক্রবার থেকে। বৃহস্পতিবার প্রথম তারাবিহ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, আয়ারল্যান্ড, ইউরোপ ও আমেরিকার মুসলিম কমিউনিটি রোজা শুরু করে থাকেন। গতকাল মধ্যপ্রাচ্যের কোন দেশে চাঁদ দেখা যায় নি, তাই আজ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবসহ ইউরোপ আমেরিকায় রোজা শুরু হবে।করোনাভাইরাসের কারনে স্কুল সমূহ বন্ধ থাকায় রোজার প্রস্তুতি নিতে একটু সময় পাবেন অভিভাবকেরা। ঘরে বন্দি থাকলেও এখানে বসবাসরত বাংলাদেশিরা রোজা কে সামনে রেখে যে যার মত করে সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার সদাই করে নিচ্ছেন তাই বাংলাদেশি ও ইন্ডিয়ান মুদিমালের দোকান গুলোতে লম্বা লাইন দেখা যায়। এদিকে করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারনে পবিত্র রমজান মাসেও বন্ধ থাকবে আয়ারল্যান্ডের মসজিদ সমূহ। ফলে রমজান মাসের তারাবির নামাজ ঘরেই পড়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন কাউন্টিতে অবস্থিত মসজিদের ইমামগন। তবে বিভিন্ন মসজিদ বন্ধ থাকলেও প্রতিদিন বিভিন্ন লাইভ অনুষ্টানের মাধ্যমে রমজানের গুরুত্বপুর্ন আলোচনা প্রচার অভ্যাহত থাকবে। আইরিশ সরকারের পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত ঘরেই নামাজ পড়ার আহবান জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।