চীনে সম্প্রতি ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে এ পর্যন্ত ৪৪০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। নতুন করে আরো পাঁচজনের মৃত্যু হওয়ায় সংখ্যা বেড়ে নয়জনে দাড়িয়েছে।
বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক লি বিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। আর মৃতের মধ্যে সব ঘটনা হুবে প্রদেশে ঘটেছে, যেখানে গত ডিসেম্বরে প্রথমবারের মতো এ করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
আগের দিন থেকে মঙ্গলবার আক্রান্তের সংখা ১৪৯ জন বৃদ্ধি পেয়েছে জানিয়ে লি বলেন, রহস্যময় এ ভাইরাসে জাপান ও দক্ষিণ কোরিয়ায় একজন করে এবং থাইল্যান্ডে তিনজন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
অপরদিকে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানেও একজন করে আক্রান্তের তথ্য পাওয়া গেছে বলে জানান চীনের স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
চীনে সম্প্রতি ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে এ পর্যন্ত ৪৪০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। নতুন করে আরো পাঁচজনের মৃত্যু হওয়ায় সংখ্যা বেড়ে নয়জনে দাড়িয়েছে।
বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক লি বিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। আর মৃতের মধ্যে সব ঘটনা হুবে প্রদেশে ঘটেছে, যেখানে গত ডিসেম্বরে প্রথমবারের মতো এ করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
আগের দিন থেকে মঙ্গলবার আক্রান্তের সংখা ১৪৯ জন বৃদ্ধি পেয়েছে জানিয়ে লি বলেন, রহস্যময় এ ভাইরাসে জাপান ও দক্ষিণ কোরিয়ায় একজন করে এবং থাইল্যান্ডে তিনজন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
অপরদিকে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানেও একজন করে আক্রান্তের তথ্য পাওয়া গেছে বলে জানান চীনের স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।