ডাবলিনে প্রথম বাংলাদেশি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

ডাবলিনে প্রথম বাংলাদেশি করোনায়
আক্রান্ত।

আয়ারল্যান্ড খুব ছোট একটি দেশ যেখানে মাত্র ৫০ লক্ষ লোকের বসবাস।
এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭৬০৩ জন ২৩/০৪/২০২০ ইং পর্যন্ত এবং মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭৯৪ জন। আইরিশ সরকার ২৬শে মার্চ লকডাউন ঘোষনা করার পর থেকেও বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। পরবর্তিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে সাথে সাথে জরিমানা ও আরোপ করা হয়,
জরুরি প্রয়োজন ছাড়া ২কিলোমিটারের অধিক কারো বাসা থেকে বের হলে ২৫০০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩৫০০০ টাকা, যার ফলে আয়ারল্যান্ডে আক্রান্তের সংখ্যা আসংকা জনক হারে হতে পারেনি, গতকাল ২৩শে এপ্রিল লাইভ ব্রিফিংয়ে দেশটির সরকার প্রধান জানান বর্তমানে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় ৬০% কমে আসছে। দুঃখের বিষয় হল গতকাল আমাদের এক বাংলাদেশী বোন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উনি আায়রল্যান্ড এর রাজধানী ডাবলিনে বসবাস করেন এবং ডাবলিনেই একটি হসপিটালে স্বাস্হ্যকর্মি হিসাবে বিগত কয়েক বছর যাবত নিয়োজিত আছেন।
সকল বাংলাদেশীর কাছে উনি দোয়া প্রার্থী
আইরিস ডাটা প্রোটেকশন আইন অনুযায়ী কারো নাম ঠিকান উল্লেখ করা আইনত দন্ডনীয় অপরাধ তাই নাম উল্লেখ করা গেল না। আয়ারল্যান্ড এ এই প্রথম কোন বাংলাদেশি আক্রান্ত হলেন।




error: Content is protected !!