নীলফামারী উত্তরা ইপিজেটে ৪জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানায় কর্মরত চারজন চীনা নাগরিক কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৩ জনে।

সিভিল সার্জন রনজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে চারজন আক্রান্ত হয়েছেন। চারজনই চীনা নাগরিক।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে আক্রান্ত চার চীনা নাগরিক উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় কর্মরত। এর আগে গত ২৯ জুন উত্তরা ইপিজেডের ওই কারখানার একজন চীনা নাগরিক ও ২২ জুন একই কারখানার একজন কর্মকর্তার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।




error: Content is protected !!