বিটিশ ক্যাপন্টেইন টম এক বিরল দৃষ্টান্ত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

আব্দুল হান্নান জুন্নুন,আয়ারল্যান্ড প্রতিনিধিঃ টম ক্যাপ্টেইন বৃটিস সেনা কর্মকর্তা যিনি পর পর দুইটি বিশ্বযুদ্বে অংশ গ্রহন করেও অবশেষে করোনা যুদ্বের সময় ও নিজেকে অংশগ্রহন করার সুযোগটি হাতছাড়া করেন নি। এই ক্যাপ্টেইন ঘোষনা দেন ১০০ বছর বয়সে পায়ে হেটে তিনি বৃটেনের স্বাস্হ্য খাতের জন্য তহবিল গঠন করবেন। এই ব্যাপারে তার হাটার সময় বৃটির সেনারা তাকে পাশে থেকে উৎসাহ প্রদান করেন। উনার ইচ্ছা ছিল উনার প্রতি সম্মান রেখে বৃটেনের সাধারন জনগন যদি এগিয়ে আসে তাহলে হয়ত কিছু তহবিল গঠন হবে যা করোনা আক্রান্তদের জন্য উপকারে আসবে।
কিন্তু মজার ব্যাপার হল উনার এই উদ্যোগে বৃটেন সহ সারা পৃথিবীর মানুষ সারা দেয় এবং উনার তহবিলে জমা পরে ২৭ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি টাকায় ২৮৬ কোটি টাকা।
উনার এই উদ্যোগে সকলের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুত্র বৃটিশ সেনা বাহিনী




error: Content is protected !!