ভারতীয় সহকারী হাই- কমিশনার,  হিলি পরিদর্শন করেন।

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে  হাকিমপুর  উপজেলা  হিলি বন্দর পরির্দশন  করেন,
 রাজশাহী বিভাগে নিযুক্ত ভারতীয়, সহকারী হাই কমিশনার (his Excellency) শ্রী মনোজ কুমার ও তার পরিবারের  সদস্যরা ।
রবিবার ২ (এপ্রিল)   দুপুর ১২ টায়  হাকিমপুর উপজেলা ডাক বাংলােতে অবস্থান করেলে , ফুলেল শুভেচছা জানান।  হিলি ইন্ডিয়ান ইমিগ্রেশন, এবং ব্যাগেজ শাখা, পরিদর্শন করেন,
উপজেলা ডাক বাংলাতে মধ্যাহ্ন ভোজের করেন।
পানামা কাস্টমস কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও    আলোচনা সভা ও মতবিনিময়  করেন।
 বাংলা হিলি কাস্টমস, সি এন্ড এফ, এজেন্ট, (ইমপোর্ট এন্ড এক্সপোর্ট), এসোসিয়েশন এর ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মনা স্মারক উপহার দেন।
আলোচনা সভয় উপস্থিত ছিলেন, মোঃ হারুন উর রশিদ, চেয়ারম্যান, উপজেলা   সভাপতি হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ বায়জিদ হোসাইন, উপ-কমিশনার, হিলি স্হল  শুল্ক স্টেশন বাংলা হিলি,  মোঃ জামিল হোসেন মেয়র, পৌরসভা,মোঃ আব্দুর রহমান লিটন, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, এবং, সভাপতি, বাংলা হিলি কাস্টমস সি এন্ড এফ, এজেন্ট, এসোসিয়েশন,আব্দুল আজিজ সরদার, সহ-সভাপতি,হিলি কাস্টমস,সিএনএফ, এজেন্ট এসোসিয়েশন,শাহিনুর রেজা শাহিন,
যুগ্ম সাধারণ সম্পাদক,হিলি কাস্টমস সি এন্ড এফ,এজেন্ট, এসোসিয়েশন। মোঃ সিরাজুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা,হিলি স্হল  শুল্ক স্টেশন, এএসপি (সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, ও এন্ট্রি ক্রাইম হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি  মো. মোরসালিন ইসলাম, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।



error: Content is protected !!