মস্কোর রেড লাইন ক্রস করছে যারা তাদের কঠিন জবাব দেবার হুংকার দিলো রাশিয়া।

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২
উমার রাযী, আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অতি উন্নত অস্ত্র সরবরাহ করছে তাদের জানা উচিত এটি মস্কোর জন্য রেড লাইন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ ধরনের উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে তারা সেই রেডলাইন ক্রস করছে। যারা রেডলাইন ক্রস করছে তাদেরকে মস্কোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অ্যালেক্সি পোলিশচুক বলেন, যারা রেডলাইন ক্রস করছে আমরা এরই মধ্যে তাদেরকে চিহ্নিত করেছি, এগুলো বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা ঠিক করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রাশিয়ার হাতে পর্যাপ্ত উপকরণ রয়েছে।
যুক্তরাষ্ট্র উন্নতমানের ১৫৫ মিলিমিটারের আট লাখ গোলা দিয়েছে ইউক্রেনকে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যার মধ্যে উন্নতমানের ১৫৫ মিলিমিটারের আট লাখ গোলা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনকে উন্নতমানের গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ৩০০ কিলোমিটার পাল্লার হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছে। এ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারে ইউক্রেন। পরিস্থিতি এমন হলে সংঘাত বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে এবং রাশিয়ার সাথে সরসারি সংঘাতে জড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র।



error: Content is protected !!