মালয়েশিয়া বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরামের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মে ২, ২০২৩
হাবিব হাসান মালয়েশিয়া প্রতিনিধি,
মালয়েশিয়া বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ফোরামের বাংলা নববর্ষ  এবং  ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
মালয়েশিয়ার কুয়ালালামপুর জালান আমপাং বাঙ্গুনান গীতা আসলী হল মিলায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
ফোরামের সভাপতি পিএসডি কলার লীউনা চৌধুরীর সভাপতিত্বে প্রচার সম্পাদক আকিব হাসান ও যোরহামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষটা প্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট অধ্যাপক ডাঃ আবু নাসের মোঃ সায়েম,ইউনিভার্সিটি পুর্তা মালয়েশিয়া ডাঃ সলমনখান,সমগ্র মালয়েশিয়া অধ্যানরত বাংলাদেশি শিক্ষক নিয়ে গঠিত বার ফোরামের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যানরত শিক্ষার্থীরা এবং বার ফোরামের কার্যনির্বাহী সংসদের সদস্য সাধারণ সম্পাদক শওকত হোসেন রাসেল, প্রচার সম্পাদক আকিব হাসান, রোবায়া  যোহাম সুবায়া,আবিদ খান,জেরীন,হেমায়াত,তৌসিফ, আসিব,সারেহীন প্রমুখ,
বার ফোরামের উপদেষ্টা প্যানেলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবলা মজুমদার বাবু, রাসেল খান, মোঃ জাকারিয়া, নাদিম খান,সৈতি,রাশেদ বিন আবদুল্লাহ, মাসুদ সহ মালয়েশিয়ার কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র -ছাত্রী, শিক্ষক,ও ব্যবসায়ীবৃন্দ।আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়



error: Content is protected !!