১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২
উমার রাযী, আন্তর্জাতিক ডেস্ক-
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম মেটা প্ল্যাটফর্মের ফেসবুক অন্তত ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক।
প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে সংকটের মুখে আছে ফেসবুক। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এত বড় সংকটের মুখে পড়ে ফেসবুক। এই সংকট কাটাতেই এবার অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক।
সম্প্রতি কর্মীদের সঙ্গে এক অফিশিয়াল প্রশ্নোত্তর পর্বে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকের অভ্যন্তরীণ পর্যালোচনাপ্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে পুরো কোম্পানি থেকে মোট কর্মীর ১৫ শতাংশ (১২ হাজার) ছাঁটাই করার জন্য নির্বাচন করা উচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের বিষয়ে গত সপ্তাহে মেটার একজন কর্মী ব্লাইন্ড অ্যাপে পোস্ট করে জানিয়েছেন। প্রযুক্তিকর্মীদের কাছে ব্লাইন্ড অ্যাপ বেশ জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে বেনামে পোস্ট করা যায়। তবে এর জন্য কোনো কোম্পানির সঠিক একটি ইমেইল ঠিকানার দরকার হয়। মেটার ওই কর্মী পোস্টে লিখেছেন, এই ১৫ শতাংশ কর্মী সম্ভবত কর্মদক্ষতার ওপর নির্বাচন করা হবে। এরপর তাঁদের ছাঁটাই করা হবে। এই পোস্টে মেটার শত শত কর্মী মন্তব্য করেছেন।
সূত্র- রয়টার্স, ইকোনমিক টাইমস।



error: Content is protected !!