আইরিশ সরকারের মন্ত্রী সভার বৈঠকে কোভিড ১৯ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র,মাঝারি এবং বৃহত্তর ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করবে

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

আব্দুল হান্নান জুন্নুন, আয়ারল্যান্ড থেকেঃ কোভিড -১৯ আয়ারল্যান্ডের সমাজ ব্যবস্থায় এবং অর্থনীতিতে অভূতপূর্ব প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি পর্যবেক্ষন করে সরকার অনুধাবন করেছে যে, এটা নিশ্চিত সরকাররের তাৎপর্যপূর্ণ আর্থিক সহায়তা ব্যাতিত অনেক ক্ষুদ্র, মাঝারি এবং বৃহত্তর প্রতিষ্ঠান আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তারই ফলশ্রুতিতে সরকার এই সহায়তার ঘোষনা করে।
সরকারের এই আর্থিক সহায়তা গুলোর কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে পুনরায় গুরে দ্বারাতে সহযোগীতা করবে এবং ছাঁটাই করা কর্মীদের কাজে যোগদান সহ যে সকল কর্মী কর্ম বিরতিতে রয়েছে তাদেরকে কাজে যোগদানে সহযোগিতা করবে।

সরকার এই মহামারী দ্বারা প্রভাবিতদের সহায়তা করার জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। মহমারীটি আয়ারল্যােন্ডে শুরুর পর থেকেই সরকার অস্থায়ী মজুরি ভর্তুকি প্রকল্প চালু করার পাশাপাশি মহামারীর কারণে চাকুরিচ্যুতদের বেকার ভাতা দিয়ে যাচ্ছে।
চলমান লকাডাউন উত্তোলনকালে আয়ারল্যান্ডের অর্থনীতিকে সচল করতে এবং পূর্বের অবস্থায় খুব শীঘ্রই ফিরিয়ে আনার উদ্দেশ্যে সরকার নতুন করে বাড়তি আরো অর্থনৈতিক সুবিধা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে, এই সুবিধাগুলো শুধুমাত্র কোভিড-১৯ এর কারণে আর্থিক ক্ষতির সন্মখীন হওয়া ক্ষুদ্র, মাঝারি এবং বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর্থিক সুবিধাগুলো হলোঃ
২০১৯ সালের রেইটস/রেইটস মওকুপের উপর ভিত্তি করে ক্ষুদ্র ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য (দশ হাজার) ইউরো প্রদান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে তিন মাসের রেইটস্ মওকুফ করা
আয়ারল্যান্ড এর কৌশলগত বিনিয়োগ তহবিল (আইএসআইএফ) এর মধ্যে ২ বিলিয়ন ইউরোর মহামারী স্থিতিশীলতা এবং পুনরুদ্ধার তহবিল গঠন যা বাণিজ্যিক শর্তে মূলধন সরবরাহ করবে মাঝারি ও বৃহৎ উদ্যেগত্তাদের জন্য ২ বিলিয়ন ইউরোর কোভিড-১৯ ঋন নিশ্চয়তা প্রকল্প গঠন যা ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের ৩ মাস থেকে ৬ মাস মেয়াদী ঋণ প্রদান করবে বাজারে চলমান সুদের চেয়েও কম সুদে। ‘গুদামঘর’ ব্যবসায়ীরা ব্যবসা শুরু করার পর রেভিনিউ কমশিন করের দায়বদ্ধতার জন্য ‘গুদামঘর’ ব্যবসায়ীদের ১২ মাসের জন্য কর এবং করের উপর সুদ সংগ্রহের জন্য কোন প্রকার চাপ প্রয়োগ করবে না। এই শর্তটি প্রযোজ্য হবে বাজরে ‘গুদামঘর’ ব্যবসায়ীদের কি পরিমান ঋন রয়েছে তার উপর ভিত্তি করে। স্থানীয় কর্তৃপক্ষ (অর্থাৎ বিভিন্ন কাউন্টি কাউন্সিল) যাতে জনগনকে/ব্যবসা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ সেবা প্রদান করে যেতে পারে সেই লক্ষ্যে সরকার কর্তৃক লোকল কর্তৃপক্ষকে রেইটস্ এর ঘাটতি পূরণ করে দেওয়াই মূল লক্ষ্য।




error: Content is protected !!