আশঙ্কাই বাস্তব হলো, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা। নিহত ৭
উমার রাযী, আন্তর্জাতিক ডেস্ক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইউক্রেনের নির্দিষ্ট স্থানে সামরিক হামলার চালানোর ঘোষণা দেয়ার পর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে জীবন রক্ষায় ভয়ে-আতংকে রাজধানী কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণার মাত্র কয়েক মিনিট পরই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়।
এই হামলায় ইউক্রেনে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। এছাড়া আরো ১৯ জনের কোনো খোঁজ মিলছে না এমনই তথ্য জানিয়েছেন কিয়েভের পুলিশ।
সর্বশেষ খবরে জানা যায়, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছে। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করছে রুশ সেনারা। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের সামরিক অবকাঠামো এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করেছে রাশিয়া। এমন অবস্থায় দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মার্শাল ল জারি করেছেন তিনি।