কোভিড ১৯ মোকাবেলায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তার পদ থেকে ফিরলেন ডাক্তারি পেশায়
আব্দুল হান্নান জুন্নুন, আয়ারল্যান্ডঃ-
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকার করোনা আক্রান্তদের সেবায় নিজেকে নিবেদিত করেছেন। আজ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কোবিড -১৯ ফ্রন্টলাইনে পরীক্ষার জন্য সাহায্য করেছেন।
আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি দক্ষতার সহিত মোকাবিলা করার জন্য ইতিমধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। জনাব প্রধানমন্ত্রী লিও ভারাতকার একজন কোয়ালিফাই ডাক্তার ২০১৩ সালে তিনি ডাক্তারি ছেড়ে রাজনিতীতে আসেন পরবর্তিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি সাময়িক ভাবে প্রধান মন্ত্রীত্ব ছেড়ে দেশের এই ক্রান্তিলগ্নে সংকটময় মুহূর্তে আবার চিকিৎসক হয়ে জনগণের পাশে থাকার ব্রতী হলেন। পৃথিবীতে এমন নজির আর কি বা হতে পারে। সকল আইরিশদের মুখে মুখে তার প্রসংশা।
সকলেই তার এই উদ্যোগ কে শুধু প্রসংসা নয় বলছেন লিও বারাদকার ই আসল বীরের পরিচয় বহন করেন।
এই নিয়ে বাঙ্গালী কমিউনিটিতে আফসোসের যেন শেষ নেই সকলেরই কথা একটাই যদি আমার দেশের একজন মেম্বার ও এমন একটা কাজ করত, তা কি আর হয়? আমরা যে মানবতার চেয়ে ক্ষমতাকে বেশি পচন্দ করি।
তবুও বাঙ্গালীরা আশাবাদি যদি কোনদিন নিজের দেশের এমন একটা খবর দেখে যেতে পারাে মরার আগে।