কাটাতারের বেড়া দু’দেশকে ভাগ করলেও বাংলা ভাষাকে ভাগ করতে পারে নাই
রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারত-বাংলাদেশ যৌথভাবে ২১ ফেরুয়ারী ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি অভিবাদন ও বিন¤্র শ্রদ্ধা নিবেদন জানান। এতে যোগ দেন দুই বাংলার ভাষা প্রেমীরা।
সোমবার সকালে দিনাজপুরের হিলি সীমান্তের শুন্য রেখায় দুই বাংলার জয়েন্ট মুভমেন্ট করিডো,তিওড় উজ্জীবিন সোসাইটি ও হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ এর যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ সময় বাংলাদেশের হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল হক,হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,সাপ্তাহিক আলোতিক সীমান্ত পত্রিকার প্রকাশক জাহিদুল ইসলাম জাহিদ,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক প্রতাব।ভারতে বালুঘাট জয়েন্ট মুভমেন্ট করিডো আহবায়ক নব কুমার দাস,তিওড় উজ্জীবিন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাস, ভারত হিলি গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ নারবু শেরপা,নব দিগন্তের কর্ণধার অমিত সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন,কাটাতার কিংবা বেড়া দু’দেশকে ভাগ করে রেখেছে ঠিকই কিন্তু ভাষাকে ভাগ করতে পারে নাই। দুই বাংলার ভাষার টানে একত্রিত হয়েছি। এই ভাষার জন্য যে ভালোবাসা তা সব সময় থাকবে।