বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কে মালয়েশিয়া প্রবাসীদের সংবর্ধনা

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

হাবিব হাসান মালয়েশিয়া প্রতিনিধি,

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার এর মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশী প্রবাসীদের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে,

ফাইভ স্টার হোটেল জি টাওয়ার কুয়ালালামপুর   মিলায়তনে এ সংবর্ধনার আয়োজন করেন গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়া,

অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়,

গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত আলী দিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান বিপি এম বার পিপিএম বার তিনি তার বক্তব্যে বলেন পার্শ্বপর্তী দেশ ভারত থেকে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে আর পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে  আছি এই উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে স্বাধীন হয়েছে বলেই যারা বলে পাকিস্তান আমলে ভাল ছিলাম তাদের এ কথার  ভিত্তি কোথায়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন মকুল,সিনিয়র সহ সভাপতি ধাতু কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক অহিদুল রহমান অহিদ, বৃহত্তর ফরিদপুর জেলা  সমিতি মালয়েশিয়া সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারন সম্পাদক এ কামাল হোসেন চৌধুরী, গোপালগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা শফিউল আলম সোহেল,আধ্যাপক হুমায়ুন কবির, মালয়েশিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানসুর আল বাসার সোহেল,জাতীয় শ্রমীকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক মোঃ সোহেল,মালয়েশিয়া সেচছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এ আর সোহাগ, যুবলীগ নেতা শেখ জহির প্রমুখ।

এ সময় মালয়েশিয়া প্রবাসী সংগঠনের নেতা-কর্মীরা একই সুরে সবাই বক্তবো রেখে অতিথির কাছে দাবি জানান যে প্রবাসীদের বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানি বন্ধ ও প্রবাস থেকে প্রবাসীদের মৃত্যুর লাশ দেশে পাঠাতে সহজ করন করতে হবে,অতিথি হাবিবুর রহমান তাদের কে আশ্বাস দিয়ে বলেন মাননীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আপনাদের দাবির কথা অবগত করব।




error: Content is protected !!