মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে প্রবাসীদের সমস্যায় পাশে থাকার আহ্বান সাংবাদিকদের

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
হাবিব হাসান মালয়েশিয়া প্রতিনিধি,
মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এ সময় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
শুক্রবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় হাইকমিশনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 এসময় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তারা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাজ করছেন। সেই প্রবাসীদের সেবায় সার্বক্ষণিক কাজও করছে হাইকমিশন। এ ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য দূতাবাসের নতুন পাসপোর্ট শাখায় ই-পাসপোর্টের সব ধরনের কার্যক্রম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায়, আধুনিক সেবা ও সুবিধা গ্রহণ করতে এবং বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা হাইকমিশনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচনার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল- মালয়েশিয়া প্রবাসীদের দ্রুত সময়ে ই-পাসপোর্ট বিতরণ, এনআইডি কার্ড, সাগরপথে মালয়েশিয়া প্রবেশকারীদের সঠিক তথ্য উপাত্ত যাচাইয়ের মাধ্যমে নতুন করে পাসপোর্ট বিতরণ, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ী কনস্যুলার সেবা প্রদান, শ্রমিক ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি পাস থেকে মাল্টিপল পাস করা, জেলে আটকে থাকা প্রবাসীদের সাজা শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো।
এছাড়াও রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ায় ২০২৩ সালে যারা অবৈধ হয়েছে তাদের বৈধতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ খোঁজা, প্রবাসীদের দ্রুত পাসপোর্ট ডেলিভারি দেয়া, মধ্যস্বত্বভোগীদের কবলে পড়ে নতুন করে কলিং ভিসায় আসা বেকার শ্রমিকদের চাকরির ব্যবস্থা, বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেয়া, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ, শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের ভূমিকা গ্রহণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় হাইকমিশনকে আরও বেশি সচেতন হওয়াসহ নানা বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সাংবাদিক প্রতিনিধিরা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি ও আরটিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, সহ-সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রফিক আহমদ খান, সহ-সভাপতি ও এনটিভির স্টাফ কারেস্পন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহ-সভাপতি ও ফ্রিল্যান্স ফটোসাংবাদিক এম. ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, সহ-সম্পাদক ও নিউজ২৪ টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন, মাই টিভির মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, একুশে টিভির প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, দ্য নিউজের প্রতিনিধি সওকত হোসেন জনি। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মো. কিয়াম উদ্দিন, প্রথম সচিব (প্রেস) সুফী আব্দুল্লাহিল মারুফ প্রমূখ্য।



error: Content is protected !!