মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গত ২৬-১২-২০২০ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সিরাজদিখান উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রতি কক্ষে ২টি করে ইউনিয়নের ৫০জন সদস্যকে এই মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় অতিরিক্ত সচিব রনজিত কুমার সেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস- চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহীন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ সাব্বির সাজ্জাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দসহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৩ শতাধিক সদস্য।




error: Content is protected !!