স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন সম্পাদক এর লেক্স ফার্ম এখন ইউরোপের স্পেনে

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ-

লেক্স ফার্ম বাংলাদেশের কর্পোরেট জগতে স্বনামধন্য একটি আইনি সেবা প্রতিষ্ঠান। ঢাকার পল্টনে ইহার কর্পোরেট হেড অফিস অবস্থিত। এছাড়াও নরসিংদী জেলাতেও ইহার একটি শাখা চেম্বার আছে।

ইউরোপে বসবাসরত অভিবাসী বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ার মানুষদের নানাবিধ আইনি সেবা প্রদানের লক্ষে স্পেনে গত (৬ নভেম্বর) মাদ্রিদ শহরের প্রাণকেন্দ্র Plaza Puerta del Sol, N 13, Piso:3-Derecha, Madrid-28013 এ ইহার মাদ্রিদ চেম্বারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেদোয়ান আহমেদ, কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ দুতাবাস-স্পেন, এনায়েতুল করিম তারেক, সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন-মাদ্রিদ, এস আর আই রবিন, সভাপতি, স্পেন আওয়ামী লীগ, একরামুজজামান কিরণ, সহ-সভাপতি, স্পেন আওয়ামী লীগ, রিজবী আলম, সাধারন সম্পাদক, স্পেন আওয়ামী লীগ, জহিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব-স্পেন, কবির আল মাহমুদ, সাংবাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব, গ্রিসেলদা হেরেরা, আইনজীবী-মেক্সিকো, ফাতিমা বৈটেল লানটিগুয়া, আইনজীবী-ডমিনিকান রিপাবলিক, রোনাল বোকিন, আইনজীবী- হন্ডুরাস, চিসতী মেরাজ, সভাপতি, উত্তর বঙ্গ উন্নয়ন সমিতি- স্পেন। তানভীর আহমেদ, কৃতি সন্তান-চাঁদপুর।

এ বিষয়ে জানতে চাইলে লেক্স ফার্মের হেড অব চেম্বার মো: জিশান মাহমুদ জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসী স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে নানাবিধ আইনি জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। ব্যবসায়ীক থেকে নাগরিকত্ব লাভের জন্য তারা দালাল এর খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে বসে থাকেন। পাশাপাশি দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ইউরোপে যেতে মানুষকে হয়রানি করে থাকেন। তাদেরকে সঠিক আইনি সেবা দেয়ার মানসিকতা নিয়ে স্পেনের মাদ্রিদ শহরে নতুন চেম্বার উদ্যোগ নিয়েছি।

অন্যদিকে লেক্স ফার্মের মাদ্রিদ চেম্বারের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশের রংপুরের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর পাশ করা এডভোকেট তারিক হোসেন। উল্লেখ্য যে, তারিক হোসেন স্পেনের মাদ্রিদ বার এসোসিয়েশন এর নিবন্ধিত একজন আইনজীবী। তারিক হোসেন দক্ষিণ এশিয়ার প্রথম কোন ব্যক্তি হিসেবে মাদ্রিদ বার এসোসিয়েশন এর সদস্য হয়েছেন।




error: Content is protected !!