হাটহাজারীতে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসের অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

(আসলাম পারভেজ হাটহাজারী )
নদী,মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় ডলফিনকে বাচিঁয়ে রাখতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি)বলেছেন নদী,মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় ডলফিনকে বাচিঁয়ে রাখতে হবে। এ জন্য হালদার দুই পাড়ের মানুষ, নদীর সাথে সংশ্লিষ্ট, জনগন, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধির একার পক্ষে কোন জনহিতকর কাজ সম্ভব নয়। হালদা নদী দেশের অমৃল্য সম্পদ এ নদীই এক মাত্র প্রকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। ডলফিন একটি নিরীহ স্তন্যপায়ী প্রানী এই প্রানী কারো ক্ষতি করে না।নিড়ীহ এই প্রনীটি মানুষের প্রোটিনের চাহিদা পুরনের জন্য মৎস্য সম্পদ বুদ্ধিতে সহযোগিতা করে তাকে। তিনি গতকাল রবিবার আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যাক্ত করেন।

গতকাল রবিবার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি হল রুমে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ ভাবে এ দিবসের আয়োজন করেন। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল শুশুক ডলফিন থাকে যদি,ভালো থাকবে মোদের নদ নদী । চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)আ. স. ম জামশেদ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরিয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক চট্টগ্রাম অঞ্চলের বিপুল কৃষ্ণ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান
একে এম এহছানুল হায়দার চৌধুরী।
রফিকুল ইসলাম চৌধুরী বিভাগীয় বন কর্মকর্তা বন্যাপ্রণী ব্যাবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক নাজমুল হোসেন চবির ফরেস্ট্রি বিভাগ ,স্থানীয় সাবেক ইউপি মেম্বার মাহবুব আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদ, কেশব কুমার বড়ুয়া,সভাপতি প্রেস ক্লাব,অধ্যাপক শহিদুল আমিন চৌধুরী,এনজিও কর্মী শুভ্র রানী কর, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
দীপান্বিতা ভট্টাচার্য্য বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর যৌথ সন্ঞালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইউপি সদস্য হাজী আবুল মনসুর।
এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম,ফটিকছড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা, মো. মহিনুর হাসান,, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, নৌ পুলিশের ওসি এ কে এম মিজান রহমান খান প্রমুখ।




error: Content is protected !!